বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সহকারী পরিচালক (অর্থ) পদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষা শুরু হবে ১২ মার্চ শুক্রবার থেকে। কর্মচারী প্রশাসন পরিদফতরের পরিচালক মুহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ মার্চ, শুক্রবার সকাল ১০টায়। রাজধানীর মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ ১৪ এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে হবে এ পরীক্ষা। সহকারী পরিচালকের (অর্থ) লিখিত (রচনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চ, শনিবার। ঢাকার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমি ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেতে হবে এ পরীক্ষা। এরপর হবে মৌখিক পরীক্ষা।

মৌখিক পরীক্ষা ১৪ ও ১৫ মার্চ সকাল ১০টা থেকে শুরু হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকায় হবে এ মৌখিক পরীক্ষা।

প্রার্থীদের brebr.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষার সময় প্রবেশপত্র আনতে হবে।