বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার’ পদে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন অনলাইনে।

প্রতিষ্ঠানের নাম- পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদের নাম- সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার

পদের সংখ্যা- ৮৩

আবেদনের যোগ্যতা-

১। চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রিধারী হতে হবে।

২। ডিপ্লোমা পর্যায়ে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.০০ এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।

৩। অটোক্যাড এবং কম্পিউটার ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে।

৪। ২.৩.২০২০ তারিখের মধ্যে বয়সসীমা সর্বোচ্চ ৩০ । তবে মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

৫। নিয়োগ সংক্রান্ত কোন সুপারিশ করা যাবে না।

নিয়োগ প্রক্রিয়া-

১। বাছাইকৃত প্রার্থীদের প্রথমে এমসিকিউ অথবা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২। উর্ত্তীণ পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনের নিয়ম-
প্রার্থীরা অনলাইনে  http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা-

১। প্রবেশনকালীন মাসিক নির্ধারিত বেতন ২৯,৬০০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি দেয়া হবে।

২।  প্রবেশন শেষে পবিস বেতন কাঠামাে ২০১৬ অনুযায়ী ৩০,৭৯০ টাকা স্কেলে বেতন ও নিয়মানুযায়ী সুবিধাদি দেয়া হবে।

আবেদনের সময়-

আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।