আইনজীবী নিয়োগ দেবে হালিম গ্রুপ
বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হালিম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইনজীবী পদে লোকবল নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানের নাম- হালিম গ্রুপ
বিজ্ঞাপন
পদের নাম- আইনজীবী
পদের সংখ্যা- ০১
বিজ্ঞাপন
আবেদনের যোগ্যতা-
১। ব্যাচেলর অব ল (এলএলবি), মাস্টার অব ল (এলএলএম) ডিগ্রী থাকতে হবে।
২। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। কর্পোরেট ও বাণিজ্যিক আইন ও ভূমি আইন, চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, নিবন্ধকরণ আইন, শ্রম আইন বিষয়ে দক্ষ হতে হবে।
৪। শুধু মাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
৫। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে।
৬। বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই পারদর্শী হতে হবে।
৭। বিভিন্ন চুক্তি, উদ্যোগ, বোর্ড রেজোলিউশন, আইনী নোটিশ, নোটিশের জবাব ও নিয়ন্ত্রনপত্রের খসড়া তৈরি করতে জানতে হবে।
৮। ভূমি পরিমাপ, পরিবর্তন, নিবন্ধকরণ এবং জমি সম্পর্কিত কাগজপত্র / নথি সম্পর্কিত ভাল জ্ঞান থাকতে হবে।
৯। আবেদনকারীর বয়স ২৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থাল- ঢাকা
বেতন- আলোচনা সাপেক্ষ
আবেদনের নিয়ম-
আগ্রহী প্রার্থীরা (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=939258&fcatId=22&ln=1) এই ঠিকানায় মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারী ২০২১
সূত্র- বিডিজবস।