প্রতীকী ছবি

মাইক্রোসফটের মালিকানাধীন কর্মসংস্থানভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইন এবার লোকবল ছাঁটাই করছে। আন্তর্জাতিক গণমাধ্যম টাইমসনাউ এর প্রতিবেদন অনুসারে, প্রতিষ্ঠানটি তাদের রিক্রুটমেন্ট বিভাগে লোকবল ছাঁটাই করছে।

তবে লিংকডইন নতুন করে কোনো কর্মী ছাঁটায়ের ঘোষণা দেয়নি। মূলত মাইক্রোসফটের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার অংশ হিসেবে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত ১৩ ফেব্রুয়ারি থেকে লিংকডইনের কর্মী ছাটাই শুরু হয়েছে। তবে কতজন ছাঁটাই করা হয়েছে তার  প্রকৃত সংখ্যা এখনো জানানো হয়নি।

এ বিষয়ে মাইক্রোসফটের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকজন উচ্চপদস্থ কর্মীকে পিংক স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ 
 হচ্ছে লিংকডইন থেকে তাদের ছাঁটাই করা হয়েছে। 

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, লিংকডইন লোকবল নিয়োগের ক্ষেত্রেও মন্থর গতি অবলম্বন করছে। মূলত ২০২২ সালের নভেম্বর মাস থেকেই কর্মসংস্থান ভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি সব ধরনের নিয়োগ কার্যত স্থগিত রেখেছে।

এদিকে বছরের শুরুতেই প্রতিষ্ঠানটির মূল প্রতিষ্ঠান মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। যার প্রভাব এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে পড়তে শুরু করেছে।