প্রতীকী ছবি

বিশ্বজুড়ে বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিগুলো যেখানে গণ-ছাঁটাই করছে, সেখানে তাইওয়ানের একটি চিপ তৈরির প্রতিষ্ঠান হাজার হাজার কর্মী নিয়োগ করছে।

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) নামের চিপ তৈরির প্রতিষ্ঠানটি শনিবার এক ঘোষণায় জানিয়েছে, তারা চলতি বছর ৬ হাজার কর্মী নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি চিপ প্রস্তুত করে। 

বিগত কয়েক মাস ধরেই যেখানে বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলো গণহারে লোকবল ছাঁটাই করছে, সেখানে টিএসএমসির এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এ বিষয়ে টিএসএমসি জানায়, তারা ফ্রেশার ইঞ্জিনিয়ার বা সহযোগী কর্মী নিয়োগ দেবে। এরমধ্যে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার বিষয়ক স্নাতক পাস বা মাস্টার্স পাসকৃত বিভিন্ন কর্মী নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে নিয়োগ হতে যাওয়া এসব কর্মীদের মোট বেতন হবে প্রায় ২ মিলিয়ন তাইওয়ানি ডলার।

এদিকে কিছু চাহিদা কমে যাওয়ায় সেমি কন্ডাক্টর চিপ মার্কেটে মন্দাভাব চলছে। বিশেষ করে ২০২২ সালের পর থেকেই এই মন্দাভাব আরও মাথা চাড়া দিয়েছে। এরপরেও টিএসএমসি এই পদক্ষেপ চিপ মার্কেটে নতুন আশার আলো দেখাচ্ছে।

এমনকি ইন্টেল সম্প্রতি ঘোষণা করেছে তাদের মধ্যম স্তরের স্টাফ এবং এক্সিকিউটিভদের ৫ শতাংশ থেকে ২৫ শতাংশে বেতন কমিয়ে দেবে। প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জারও ২৫ শতাংশ বেতন কমানো হয়েছে। 

টিএসএমসি মূলত অ্যাপলের জন্য নিয়মিত উচ্চ মানের চিপ তৈরির কারণে অর্থনৈতিক মন্দার প্রভাবে পড়েনি। যদিও ২০২৩ সালে তারা ব্যয় কমানোর ঘোষণা দিয়েছিল, তবে নতুন নিয়োগের ঘোষণায় প্রতিষ্ঠানটি যে আর্থিক ভাবে চাঙ্গা হচ্ছে, তারই পূর্বাভাস দিচ্ছে।