প্রতি ১০ জনের ৬ জনই চাকরি হারাবেন
বছর চারেকের মধ্যে বিশ্বের প্রতি ১০ জন চাকরিজীবীর মধ্যে ৬ জনকেই চাকরি হারাতে হবে। এমনটিই বলছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা। নেপথ্য কারণ হিসেবে আধুনিক যন্ত্রের উপর নির্ভরশীলতা ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সির ব্যবহারকে দেখানো হয়েছে। ১৯টি দেশে প্রায় ৩২ হাজার কর্মীর উপর এই সমীক্ষা চালানো হয়।
সমীক্ষা অনুসারে প্রায় ৪০ শতাংশ কর্মী মনে করেন, আগামী ৫ বছরের মধ্যে তারা চাকরি হারাবেন। আর ৫৬ শতাংশ মানুষ মনে করেন যে খুব কম সংখ্যক মানুষই দীর্ঘমেয়াদি চাকরি করবেন। সমীক্ষা অনুযায়ী ৬০ শতাংশেরও বেশি মানুষের দাবি, সরকারের নিয়োগ ও কর্মসংস্থানের দিকে এখনই নজর দেওয়া উচিত।
বিজ্ঞাপন
ডব্লিউইএফের এ সমীক্ষায় আরও বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে। এরমধ্যে করোনাভাইরাসের কারণে প্রায় ৪০ শতাংশ মানুষ নিজেদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর উপর নজর দিয়েছেন। লকডাউনের সময় প্রায় ৭৭ শতাংশ মানুষ নতুন কিছু শিখতে আগ্রহী ছিলেন। ওয়ার্ক ফ্রম হোম থেকে ভিডিও কনফারেন্সসহ প্রায় ৮০ শতাংশ মানুষ নতুন টেকনোলজির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পক্ষে আত্মবিশ্বাসী ছিলেন। যন্ত্রের উপর ক্রমশ নির্ভরতার কারণে প্রায় ৮৫ মিলিয়ন চাকরি বন্ধ হয়ে যেতে পারে।
যদিও সমীক্ষাটি ঝুঁকির পাশাপাশি সুখবরও দিয়েছে। সেটা হলও এই আধুনিক প্রযুক্তি কল্যাণেই মিলবে প্রায় ৯৭ মিলিয়ন নতুন চাকরির সন্ধান।
বিজ্ঞাপন