ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এক নজরে সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ সেনাবাহিনী
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১০ জানুয়ারি ২০২৫
পদ ও লোকবল
২ ক্যাটাগরি 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১০ জানুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ
০৮ ফেব্রুয়ারি ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্স: ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

ক্যাটাগরি 

সাধারণ (General): আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা ব্যতিত সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

এএফএমসি (AFMC):  শুধুমাত্র আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ এএফএমসি (AFMC) প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):

ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) - (পুরুষ/মহিলা):
১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।
খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।

খ। আর্মি ডেন্টাল কোর (এডিসি) - (পুরুষ/মহিলা):

১। বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।
খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।

বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণে ৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৫