অনুষ্ঠিত হলো ইয়ুথ এডভান্সমেন্ট ইন্সটিটিউট আয়োজিত ইয়ুথ ক্যারিয়ার সামিট ২০২১। গত ২১, ২২ ও ২৩ মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় তিন শতাধিক তরুণ শিক্ষার্থী ও চাকরী প্রত্যাশী।

৪০ জন ক্যারিয়ার এক্সপার্ট, উদ্যোক্তা, গবেষক, শিক্ষকসহ বিভিন্ন সেক্টরের অভিজ্ঞরা ৪৫ ঘণ্টারও বেশি সময় সরাসরি তরুণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তুলে ধরেন নিজেদের নানা অভিজ্ঞতা।

তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন,‘বাংলাদেশের তরুণরা ভালো ভালো কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমাদের দরকার ‘ব্রেইন রি-ক্লেইম’ অর্থাৎ সারা দুনিয়ার তরুণদের যুক্ত করা। মনে রাখতে হবে শুধুমাত্র বই পড়লেই চলবে না। বই নিয়ে চিন্তা করতে হবে। আরও বেশি জ্ঞানী হতে হবে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানতে হবে। কখনও নিরুৎসাহিত হওয়া যাবে না। বড় বড় স্বপ্ন দেখতে হবে, বিনয়ী হতে হবে।’

এসময় সামিটের শ্রেষ্ঠ ভলান্টিয়ারের নাম ঘোষণা করা হয়। এবারের ইয়ুথ ক্যারিয়ার সামিটের শ্রেষ্ঠ ভলান্টিয়ার নির্বাচিত হন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিমা শাইয়ারা। অসাধারণ ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আফরীন। বিশেষ সম্মাননা পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিমু আক্তার ও সাউথইস্ট ইউনিভার্সিটির ফাহমিদা জাহান। এছাড়াও শ্রেষ্ঠ ক্যাম্পাস প্রতিনিধি নির্বাচিত হন  বাউয়েটের মেহেদী হাসান রেজা।

উল্লেখ্য সামিট হতে প্রাপ্ত অর্থের একাংশ ব্যয় করা হয় পথ শিশুদের জন্য এবং বাকি অংশ ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে। ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্ট