ছবি : সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের অন্যতম একটি ইসলামী ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সংগঠন, যারা আধুনিক প্রযুক্তি ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে একটি দক্ষ ও নৈতিক কর্মীবাহিনী তৈরি করতে কাজ করছে। প্রতিষ্ঠার শুরু থেকেই এই ফাউন্ডেশন নৈতিকতা, মানবতা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে আসছে।

বর্তমানে আস-সুন্নাহ ফাউন্ডেশনে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে যুবসমাজকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে—ইসলামী জ্ঞানচর্চা, দাওয়াতি কৌশল, নেতৃত্ব বিকাশ, আইটি ও ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন স্কিলস, এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা ইত্যাদি।

প্রশিক্ষণার্থীরা এই কোর্সগুলো শেষ করে শুধু একটি দক্ষ ও দায়িত্বশীল কর্মী নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার দূত হিসেবে আত্মপ্রকাশ করছে। যদিও ব্যস্ত জীবনে একজন দক্ষ, সৎ এবং নির্ভরযোগ্য কর্মী খুঁজে পাওয়া কতটা কঠিন। অনেক চেষ্টার পরেও সঠিক মানুষটিকে খুঁজে না পাওয়ায় আমাদের মূল্যবান সময় ও অর্থ নষ্ট হয়, বাড়ে মানসিক চাপ। 

অদক্ষতা, কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কিংবা অসততার মতো বিষয়গুলো আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। প্রয়োজনের মুহূর্তে কর্মী খুঁজে পাওয়া যায় না, কর্মীর কাজে পেশাদারিত্বের ঘাটতি থাকে, কর্মীর সততা এবং নির্ভরযোগ্যতা নিয়ে সংশয়ে থাকতে হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মানুষের বাস্তব প্রয়োজনের আলোকে, আস-সুন্নাহ ফাউন্ডেশন গড়ে  তোলা প্রশিক্ষিত, সৎ ও নির্ভরযোগ্য কর্মী। 

যেসব পদে দক্ষ আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষার্থীরা

  • অ্যাকাউন্ট্যান্ট
  • মার্কেটার
  • ম্যানেজার
  • ক্যাশিয়ার
  • কাস্টমার কেয়ার অফিসার
  • ভিডিও এডিটর
  • কম্পিউটার অপারেটর
  • গ্রাফিক ডিজাইনার

আপনার প্রতিষ্ঠানের জন্য যোগ্য, দক্ষ, ও নিষ্ঠাবান কর্মী নিয়োগ দিতে এই গুগল ফর্মটি স্ক্যান করুন।
অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে। 
ই-মেইলঃ hr@skill.assunnahfoundation.org