৮ জন কনটেন্ট কপি এডিটর নেবে এডিটোরিয়ালজি। টেক, এন্টারটেইনমেন্ট, বিজনেস ও স্পোর্টস— এই চার বিভাগে তাদের নিয়োগ দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পদে নিয়োগ পাওয়া কর্মীদের হাইব্রিড পদ্ধতিতে (রিমোট + অফিস) কাজ করতে হবে। কর্মস্থল হবে রাজধানীর ধানমন্ডিতে। দৈনন্দিন কাজের জন্য টাইম-ট্র্যাকার ব্যবহার করতে হবে। নিয়মিত যোগাযোগ রাখতে হবে ডিসকর্ড ও হোয়াটসঅ্যাপে।

আবেদন করতে হলে ইংরেজি ভাষায় লেখালেখি ও সম্পাদনায় দক্ষ হতে হবে। পাশাপাশি অন-পেজ এসইও সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কনটেন্ট যাচাই-বাছাই ও তথ্যের সঠিকতা নিশ্চিত করার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োমিত বেতন ছাড়াও আকর্ষণীয় উৎসব ভাতা রয়েছে। আগ্রহী প্রার্থীদের সিভি ও কাজের নমুনা পাঠাতে হবে hrd@editorialge.com এবং editor@editorialge.com ঠিকানায়।

আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।