৪ জন সোশ্যাল মিডিয়া মার্কেটার নেবে এডিটোরিয়ালেজ
ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান এডিটোরিয়ালেজ মিডিয়া এলএলসি নিয়োগ দিচ্ছে ৪ জন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিশেষজ্ঞ। আবেদনকারীদের থাকতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ে স্পষ্ট ধারণা ও বাস্তব অভিজ্ঞতা।
এই পদে নির্বাচিত প্রার্থীরা কাজ করবেন হাইব্রিড পদ্ধতিতে (দূরবর্তী ও বাসা থেকে কাজ)। এটি একটি পূর্ণকালীন পদ, যেখানে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে।
বিজ্ঞাপন
কাজের ধরন
নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের বৈশ্বিক ডিজিটাল ব্র্যান্ড প্রচারণা ও সোশ্যাল মিডিয়া কৌশল পরিচালনা করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে—
- বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়ন করা।
- সার্চ ইঞ্জিনের সর্বশেষ নির্দেশিকা ও গুগলের কনটেন্ট আপডেট অনুযায়ী পোস্ট তৈরি করা।
- ফেসবুক, এক্স (টুইটার), লিংকডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, টিকটক, থ্রেডস, কোরা ও মিডিয়ামের মতো প্ল্যাটফর্মের জন্য পৃথক কনটেন্ট প্ল্যান তৈরি করা।
- ক্যানভা, ক্যাপকাট, ফটোশপ এবং বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে আকর্ষণীয় ছবি, ইনফোগ্রাফিক ও ছোট ভিডিও তৈরি করা।
- বিশ্লেষণ ও পরিসংখ্যান দেখে কনটেন্টের পারফরম্যান্স ও দর্শকসংযোগ উন্নত করা।
- কনটেন্ট, ডিজাইন ও সার্চ অপটিমাইজেশন টিমের সঙ্গে একযোগে কাজ করে গল্প, হ্যাশট্যাগ ও কীওয়ার্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
যোগ্যতা
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল গ্রোথ সংক্রান্ত কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- একাধিক প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি ও দর্শকসংযোগ বৃদ্ধির প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে।
- সার্চ ইঞ্জিনের মূলনীতি ও সার্চ ট্রেন্ড অনুযায়ী কনটেন্ট তৈরির জ্ঞান থাকতে হবে।
- ক্যানভা, অ্যাডোবি সুইট, ক্যাপকাট বা অন্যান্য ভিডিও ও গ্রাফিক সম্পাদনা টুল ব্যবহারে দক্ষ হতে হবে।
- চ্যাটজিপিটি, জেমিনি, পারপ্লেক্সিটি, মিডজার্নি ইত্যাদি কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- গুগল অ্যানালিটিক্স, মেটা বিজনেস সুইট এবং লিংকডইন ক্যাম্পেইন ম্যানেজার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
- লেখালেখি, যোগাযোগ এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সিভি, পোর্টফোলিও (নিজের পরিচালিত সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের নমুনাসহ) এবং সৃজনশীল কাজের উদাহরণ পাঠাতে হবে নিচের ঠিকানায়: hrd@editorialge.com অথবা editor@editorialge.com
বিজ্ঞাপন
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫