পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) লিখিত নিয়োগ পরীক্ষার সময় সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মোঃ: আবুল কাসেম প্রধানীয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে সহকারী ব্যবস্থাপক( প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী কর্মকর্তা (প্রশাসন) ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদের লিখিত পরীক্ষা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাজধানী ঢাকার একাধিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এর আগে আবেদনকারীদের http://pgcl.teletalk.com.bd/ এই ঠিকানা থেকে ইউজার আইটি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
এছাড়াও প্রবেশপত্রে উল্লিখিত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রের নাম রোল নম্বর দেখে বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নিতে হবে।
বিজ্ঞাপন