বিডিকলিংয়ে চাকরির সুযোগ, থাকছে বিবাহ ভাতা ও প্রফিট শেয়ার
বিডিকলিং সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১। পদের নাম : ওয়ার্ড প্রেস ডেভেলপার। পদের সংখ্যা : ১০টি। আবেদন যোগ্যতা : পিএসডি ও এইচটিএমএল বিষয়ে পারদর্শী হতে হবে। লেটেস্ট ওয়ার্ড প্রেস পেইজ বিল্ডার (ইলিমেন্টর, ডিভি, ভিজুয়াল কম্পোসর) সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। থিম ডেভেলপমেন্টের কাজ জানতে হবে।
বিজ্ঞাপন
এছাড়াও প্রার্থীর অনপেইজ এসইওর কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্পিড অপটিমাইজেশনের কাজে পারদর্শী হতে হবে। দলবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিত্য নতুন বিষয় জানার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : ১৬৫০০-২৫০০০ টাকা মাসিক বেতন। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, বিবাহ ভাতা, বার্ষিক প্রফিট শেয়ার, বার্ষিক ইনক্রিমেন্টসহ কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বিজ্ঞাপন
আবেদন যোগ্যতা : আগ্রহীরা সিভি পাঠাতে পারেন hrbdcalling@gmail.com এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে।
২। পদের নাম: ভিডিও এডিটর অ্যান্ড ক্যামেরাম্যান। পদ সংখ্যা: ১ জন। আবেদন যোগ্যতা : কমপক্ষে এসএসসি পাস। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার অ্যাফেক্ট, অ্যাডোবি ফটোশপ, গুগল ডকস অ্যান্ড শিটস বা যেকোনো এডিটিং সফটওয়ারের কাজে পারদর্শী হতে হবে।
সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও কন্টেন্ট তৈরিতে পারদর্শী হতে হবে। ক্যামেরায় ভিডিও ধারণ ও প্রয়োজন অনুসারে এডিটং করতে জানতে হবে। মোশন ডিজাইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
বেতন ও সুযোগ : ১৬০০০-২২০০০ টাকা প্রদান করা হবে। প্রভিডেন্ট ফান্ড, বিবাহ ভাতা, বার্ষিক প্রফিট শেয়ার, বার্ষিক ইনক্রিমেন্টসহ কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।
আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে hrbdcalling@gmail.com এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ : ১২ জানুয়ারি, ২০২২।