বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিচারপতিরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর উমেশ দত্ত রোডের ‘পুরনো কারাগার’ পরিদর্শন করে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিচারপতিরা।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে গঠিত সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সভাপতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে. বি. এম. হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. শাহিনুর ইসলাম পুরনো কারাগার পরিদর্শনে যান।
এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এছাড়া বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা কারাগারের যেসব কক্ষে ছিলেন, সেগুলো ঘুরে দেখার পর প্রধান বিচারপতিসহ উপস্থিত বিচারপতিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এবং সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
এমএইচডি/আরএইচ/জেডএস