সুপ্রিম কোর্ট বারে আওয়ামী প্যানেলে সভাপতি পদে খসরু
জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরু/ ফাইল ছবি
আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল আলিম মিয়া জুয়েলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়নের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় তাদেরকে মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞাপন
অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বিষয়টি ঢাকা পোস্ট-কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনোনয়ন বোর্ডের সভায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী প্যানেল থেকে বিভিন্ন সময়ে নির্বাচিত সমিতির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন। মার্চের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এমএইচডি/এফআর