৬ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ না করা পর্যন্ত নরসিংদী পৌরসভার নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মো. কামরুল ইসলাম মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোকাররামুছ সাকলান।

এর আগে নরসিংদী পৌরসভার বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা-ই গাউছিয়া শরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, বামন্দি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়, বাগদী সরকারি উচ্চ বিদ্যালয়, মীর ইমদাদ উচ্চ বিদ্যালয় ও সাতিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনঃভোট গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম কাইয়ুম এ রিট আবেদন দায়ের করেন।

অ্যাডভোকেট মোকাররামুছ সাকলান বলেন, গত ১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন এই ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণে বিশৃংখলা সৃষ্টি হয়। কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তার কাছে থেকে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে সিল মারা হয়।

পরে রিটার্নিং কর্মকর্তা ও ইসির কাছে ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণ করতে আবেদন জানান মেয়র প্রার্থী এস এম কাইয়ুম। সেখানে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

এমএইচডি/জেডএস