বিএসটিআইয়ের মামলায় নুরজাহান গ্রুপের এমডির কারাদণ্ড
বিএসটিআইয়ের দায়ের করা মামলায় নুরজাহান গ্রুপের এমডি জহির আহম্মদকে ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ লাখ ৫০ হাজার জরিমানা, অনাদায়ে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
জহির আহম্মদ মেসার্স জাসমির সুপার অয়েল লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক। তবে তিনি পলাতক রয়েছেন।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ উদ্দিন খন্দকার রনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জাসমির সুপার অয়েল লিমিটেড কারখানা থেকে সার্ভিল্যান্সের মাধ্যমে সংগৃহীত ফর্টিফাইড পাম অলিনের নমুনা ভিটামিন-এ পরীক্ষায় অকৃতকার্য হয়। যা বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা পরিপন্থী এবং ২৭ ও ২৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ২০১৩ এর ৪(১) ও ৪ (২) ধারার পরিপন্থী। যা উক্ত আইনের ১৬ (১) ও ১৬ ( ২) ধারা মোতাবেক শাস্তি যোগ্য অপরাধ।
তিনি বলেন, সরকারি আইনকে অবজ্ঞা করে সঠিক মাত্রার ভিটামিন ‘এ’ সংযোজন না করে ফর্টিফাইড পাম অলিন পণ্যটি বিক্রয় বিতরণ ও বাজারজাত করার অপরাধে ২০১৯ সালের ২০ অক্টোবর বিএসটিআইয়ের পরিদর্শক রজীব দাশ গুপ্ত বাদী হয়ে আদালতে মামলা করেন। ওই মামলায় আজ এ কারাদণ্ড দিলেন আদালত।
অ্যাডভোকেট আশরাফ উদ্দিন খন্দকার রনি সন্তোষ প্রকাশ করে বলেন, আদালতের এ রায়ে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে একটি বার্তা দেওয়া হলো।
কেএম/এসকেডি