প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিকাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেছেন। গতকাল রাতে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। 

প্রধান বিচারপতি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। শুক্রবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কলকাতায় বেকার হোস্টেল যেখানে বঙ্গবন্ধু ২৪ নম্বর রুমে ছিলেন সেখানে যান। প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বেকার হোস্টেলে যে রুমে বঙ্গবন্ধু অবস্থান করেছিলেন সেই ২৪ নম্বর রুমে কিছুক্ষণ অবস্থান করেন। আগামী ৩০ অক্টোবর ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিকাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তনে প্রধান বিচারপতি বক্তব্য প্রদান করবেন। 

সমাবর্তনে ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ লালিত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখবেন। সমাবর্তন শেষে ৩০ অক্টোবর রাতে প্রধান বিচারপতি দেশে ফিরবেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমএইচডি/এসকেডি