রাজধানীর আসাদগেটে চলন্ত বাসে রাব্বি হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি ফারুক। এছাড়া একই মামলার অন্য পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এই মামলার মোট সাত আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি ফারুক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে অন্য এক আসামি কিশোর হওয়ায় তাকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে রাখার আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক তাকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। 

বাকি পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলো- জিতু, জসিম, মোস্তফা, জুবায়ের ও রাব্বি।
 
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (এসআই) জালাল উদ্দিন মীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আসাদগেটে চলন্ত বাসে রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেন (২০) নামের দুজনকে ছুরি দিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়। এ ঘটনায় বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়।

এনআর/কেএ