ফাইল ছবি

রাজধানীর একটি নাশকতার মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন মঞ্জুর করেননি আদালত। তবে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।  

আজ (মঙ্গলবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর)শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার পুলিশের উপ-পরিদর্শক হুমায়ন কবির নাশকতার মামলায় আসলামকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক ১৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে রিমান্ড শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেছিলেন।

মামলার অভিযোগ বলা হয়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামসহ সমমনা ১২ ইসলামী দল হরতাল ডাকে। এর সমর্থনে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বাবুবাজার জামে মসজিদের সামনে থেকে দলের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে তারা সরকার ও গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশের উপপরিদর্শক এরশাদ হোসেন  মামলা দায়ের করেছিলেন। 

টিএইচ/এনএফ