স্ত্রীকে মারধরের মামলায় আইনজীবীর কারাদণ্ড
স্ত্রীকে মারধরের অভিযোগে রাজধানীর রূপনগর থানায় দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মেসবা উদ্দিন শরিফকে দশ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৯ অক্টোবর মারধরের ঘটনায় হোসনে আরা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০১৪ সালের ৯ জুন আদালত এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত বিভিন্ন সময়ে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।
এনআর/এসএম
বিজ্ঞাপন