আবদুল মতিন খসরু স্কুলের মাঠে আশ্রয়ণ প্রকল্প নির্মাণে স্থিতাবস্থা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় মাঠে আশ্রয়ন প্রকল্প নির্মাণের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এর ফলে মাঠের জায়গায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবী।
বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রুলসহ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
বুধবার রিটকারী আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় মাঠে আশ্রয়ন প্রকল্প নির্মাণ স্থগিত চেয়ে রিট করেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু ইব্রাহিম।
বিজ্ঞাপন
অ্যাডভোকেট গোলাম রব্বানী শরীফ বলেন, মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় সংলগ্ন ২২ একর খাস জমি রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন যাবত ৩ একরের মতো জমি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই জায়গায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। এর প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ও এলাকাবাসী মানববন্ধন করে আসছে। খেলার মাঠ হিসেবে ব্যবহৃত ৩ একর জমি বাদ দিয়ে অবশিষ্ট ১৯ একর জমিতে আশ্রয়ণ প্রকল্প করলে তাদের আপত্তি নেই।আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরুর নেতৃত্বে উপজেলা প্রশাসক ও জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েও কোনো সাড়া পাননি। এ কারণে হাইকোর্টে রিট করা হয়।
এমএইচডি/এনএফ