রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছয় জঙ্গির ৫ দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ঘটনার দায় স্বীকার করে আসামি নাদিম শেখ, ও সাইদ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দলনেতা রবসহ চারজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অপর তিন আসামি হলেন সাকিব, শামীম হোসেন ও আবছার। 

অপর দিকে আসামি নাদিম শেখ ও সাইদ উদ্দিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আসামি নাদিম শেখ ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম আসামি সাইদ উদ্দিনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (২ জানুয়ারি) তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিটিটিসি। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সৌদি প্রবাসী দল নেতা আব্দুর রব, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন।

আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন। 

এর আগে গত ১ জানুয়ারি রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

এনআর/এমএ