খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও হরি নদীর তীরে থাকা ১৪টি ইটভাটা ৮ ফেব্রুয়ারির মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিবাদীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, খুলনার হরি ও ভদ্র নদী দখল করে অবৈধ ইটভাটা স্থাপনা উচ্ছেদ/অপসারণ করার ২০২১ সালের ১৪ ডিসেম্বরের হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় আদালত অবমাননার আবেদন করা হয়। আবেদনের পর আদালত রুল জারি করেন। পরে গত বছরের ৩০ অক্টোবর আদেশ দেওয়া হয়। তারপরও আদালতের নির্দেশনা অমান্য করায় খুলনার জেলা প্রশাসক ও ডুমুরিয়ার ইউএনও’র বিরুদ্ধে ব্যক্তিগত হাজিরার আবেদন জানালে ৭ ডিসেম্বর ডিসি এবং ইউএনওকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আদেশ অনুসারে আজ সদ্য সাবেক জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এবং ইউএনও শরীফ আসিক রহমান এবং বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন আদালতে হাজির হয়ে এফিডেভিট দাখিল করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন বলে জানান মনজিল মোরসেদ।

এরপর আদালত আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে হরি ও ভদ্রা নদীর তীরে ১৪টি অবৈধ ইটভাটা অপসারণ করে প্রশাসকদের আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এমএইচডি/এসএসএইচ/