বিচারপতি নাইমা হায়দার

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নবনিযুক্ত প্রথম নারী চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।

শুক্রবার বিমসের ১৭ জন অ্যাক্রিডিটেড মেডিয়েটর এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তারা বলেন, বিমস আশা প্রকাশ করছে  সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দারের সুদক্ষ নেতৃত্বে উচ্চ আদালতে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কাজ আরও সম্প্রসারিত হবে। মেডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছে বিমস।

বিবৃতি দেওয়া ১৭ জন মেডিয়েটর হলেন- বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী, বাংলাদেশ কমিউনিটি মেডিয়েশন সেন্টারের (সিএমসি) চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু, এশিয়া-আফ্রিকা মেডিয়েশন এসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট পঞ্চজ কুমার কুন্ডু, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অর্ক চক্রবর্তী, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট মো. আলমগীর হোসাইন, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট ফারহানা আফরোজ, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট আফরোজা শারমীন কনা, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ তৌহিদ, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট আফসানা বেগম, অ্যাক্রিডিটেড মেডিয়েটর ড. উত্তম কুমার দাস, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট মুক্তি রানী কুন্ডু, অ্যাক্রিডিটেড মেডিয়েটর সাংবাদিক মেহেদী হাসান ডালিম, অ্যাক্রিডিটেড মেডিয়েটর মো. শাহীনুর ইসলাম, অ্যাক্রিডিটেড মেডিয়েটর তন্ময় রহমান ও  অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট কনিকা মন্ডল।

বিচারপতি নাইমা হায়দারকে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে বিচারপতি নাইমা হায়দার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও এলএলএম এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া,বার্কলি ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি।

এমএইচডি/এনএফ