আদালত অবমাননা আইন গ্রন্থ প্রকাশ করলো বিএলটি
‘আদালত অবমাননা আইন’ নামে নতুন গ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশ ল’টাইমস (বিএলটি)। এই গ্রন্থে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ছয়টি দেশের আদালত অবমাননা সংক্রান্ত সকল আইন, বিভিন্ন আইনের আলোকে আদালত অবমাননা, ১৮৫০ সালের জুডিশিয়াল অফিসার্স প্রটেকশন অ্যাক্ট, বি.এল.টির ৩০ বছরের কেস রেফারেন্স, আদালত অবমাননা সংক্রান্ত বহুল আলোচিত ছয়টি মামলার রায় রয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ল’টাইমসের রিসার্চ টিমের প্রধান ড. রাজিব কুমার গোস্বামী বলেন, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় আদালত অবমাননার ঘটনা ঘটছে। হাইকোর্ট আদালত অবমাননা প্রশ্নে কয়েকটি রুলও জারি করেছেন। এসময়ে আদালত অবমাননা আইন সম্পর্কে বিচারক, আইনজীবী, সাংবাদিকসহ সচেতন মানুষের জানা প্রয়োজন। পাঠকের চাহিদার কথা চিন্তা করে আমরা ‘আদালত অবমাননা আইন’ গ্রন্থটি প্রকাশ করেছি।
বিজ্ঞাপন
রোববার থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ ল’টাইমসের সেলস সেন্টার, সব বুকস স্টলে পাওয়া যাবে গ্রন্থটি।
এমএইচডি/এসএসএইচ/
বিজ্ঞাপন