রাজধানীর বনানী এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি চক্রের গ্রেফতার তিনজনকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড প্রাপ্ত আসামিরা হলেন-  আলাউদ্দিন, দ্বীন ইসলাম ও মনা।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ দিন বনানী থানায় করা মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মুকুল হোসেন আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে প্রত্যেককে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে, বুধবার (২৩ ডিসেম্বর) রাতে বনানীর আমতলী এলাকার জল খাবার রেস্তোরাঁয় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে রেস্তোরাঁয় প্রাচীন দুর্লভ হাতে বানানো কষ্টিপাথরের একটি মূর্তি পাওয়া যায়। উদ্ধার করা কালো রঙয়ের মূর্তিটির আনুমানিক দৈর্ঘ্য ১৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা।

টিএইচ/এফআর