প্রধান আসামি মাহফুজুর রহমান রনি

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান রনির (৩৮) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই তামিম রহমান আসামি রনিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

শুক্রবার ভোরে লক্ষ্মীপুর-চাঁদপুর সীমান্ত এলাকা থেকে রনিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এর আগে এ মামলায় গত শনিবার (১৯ ডিসেম্বর) নূর আলম প্রলয়, খায়রুল ইসলাম, ইয়াসিন আফাত কবির ও ইউসুফ নেওয়াজ নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রোববার ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে আদালতে পাঠানো হলে ইউসুফ নেওয়াজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর তিন আসামি রিমান্ডে রয়েছেন।

পরে আসামি পুলিশকে জানায়, বৃহস্প‌তিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‌মিরপু‌রে ব্যাড‌মিন্টন খেলার সময় স্কুল ছাত্র সামনুনকে অপহরণ করা হয়। পরে মিরপুরের শাহ আলী মার্কেটের ছাদে নিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের মা রোকসানা পারভীন রুপা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা করেন।

টিএইচ/ওএফ