এসএ গ্রুপের এমডি ও তার স্ত্রীর ৫ মাসের কারাদণ্ড
রাষ্ট্রায়ত্ত রুপালি ব্যাংক লিমিটেডের ২৭৫ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় এসএ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের একটি খেলাপি ঋণের একটি মামলার পরিপ্রেক্ষিতে এই জারি মামলার উদ্ভব হয়। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর বাদী-বিবাদীদের চুক্তির ভিত্তিতে ৬০ কোটি ২ লাখ টাকা পরিশোধের আদেশ দেন আদালত। এসব টাকা ২০২১ সালের শুরু থেকে মাসিক ৬৪ লাখ টাকা করে পরিশোধের আদেশ দেওয়া হয়। কিন্তু বিবাদীরা ১ কোটি ৩৬ লাখ টাকা পরিশোধ করার পর আর কোনো টাকা পরিশোধ করেননি। এরই পরিপ্রেক্ষিতে চুক্তি বাতিল হয় এবং ১০৩ কোটি ৮৫ লাখ টাকার আদায়ের দাবিতে জারি মামলার উদ্ভব হয়।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী সহকারী মো. রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, বিবাদীদের স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তি বন্ধক নেই। এ কারণে নিলাম কার্যক্রম গ্রহণ করা যায়নি। পরবর্তীতে আদালত অভিযুক্ত দুজনকে পাঁচ মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিজ্ঞাপন
এমআর/এসকেডি