তাপপ্রবাহের মধ্যে সারা দেশের অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোর্ট ও গাউন পরতে হবে না। শুধু সাদা শার্ট কালো প্যান্ট পরেই আদালতের কার্যক্রমে অংশ নেওয়া যাবে।

শনিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠকের একাধিক সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উচ্চ আদালতের আইনজীবী ও বিচারকদের ড্রেসকোড অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। 

পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নেন যে, দেশের সকল অধস্তন দেওয়ানী ও ফৌজাদারী আদালত,  ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং আইনজীবীরা সাদা ফুলশার্ট/সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড / কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

এমএইচডি/এনএফ