শিক্ষক হত্যায় ছাত্র জিতু ও তার বাবাকে আসামি করে চার্জশিট
শিক্ষক উৎপল কুমার সরকার
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্র আশরাফুল আহসান জিতু ও তার বাবা উজ্জ্বলকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে।
বিজ্ঞাপন
চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি উজ্জ্বল ঘটনার পর তার ছেলে জিতুকে আত্মগোপনে থাকার জন্য আর্থিক সহায়তা করে। তবে মামলার ঘটনার সঙ্গে অপর কোনো অজ্ঞাতপরিচয় আসামি থাকার স্বপক্ষে কোনো সাক্ষী পাওয়া যায়নি। আসামি জিতু মৃত উৎপলকে গুরুতর আঘাত করে হত্যা করেছে এবং উজ্জ্বল তাকে পলাতক থাকতে সহায়তা করেছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন বেলা দেড়টার দিকে চিত্রশাইল হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মেয়েদের ক্রিকেট খেলা চলাকালে আসামি জিতুসহ তার সহযোগী অজ্ঞাতপরিচয় আসামিরা কলেজ প্রাঙ্গণে এসে উৎপল কুমার সরকারকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও কপালে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। আসামি জিতু ক্রিকেট স্ট্যাম্পের সুঁচালো অংশ দিয়ে হত্যার উদ্দেশ্যে উৎপলের ডান ও বাম পাশের পেটে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে পেটের নাড়িভুঁড়িসহ বিভিন্ন গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। পরে উৎপলকে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন মারা যান তিনি।
বিজ্ঞাপন
এ ঘটনায় উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এনআর/জেডএস