মাদক মামলায় ৯ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
রাজধানী দারুসালাম থানা এলাকায় মাদক মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৭ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন বিচারক।
বিজ্ঞাপন
মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। ৯ আসামির মধ্যে ৩ জন কারাগারে, ৬ জন পলাতক।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান মিয়া , ইমতিয়াজ হোসেন, নাজমুল হাসান, রুহুল আমিন, আলমগীর হোসেন ও সৈয়দ মিজানুর রহমান।
বিজ্ঞাপন
এর মধ্যে আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও সৈয়দ মিজানুর রহমান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন ।
টিএইচ/জেডএস