রাজধানীর গুলশানে গৃহবধূকে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী সাকিব আলম মিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। মামলায় আরও চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একই আদালত।

তারা হলেন- হত্যার শিকার গৃহবধূর স্বামী সাকিবের বাবা জাহাঙ্গীর আলম, মা সাঈদা আলম, ভাই ফাহিম আলম এবং টুকটুকি।সোমবার (৫ এপ্রিল) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, রোববার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশের উপ-পরিদর্শক ফেরদৌস আলম সরকার পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য স্বামী সাকিবের ১০ দিনের রিমান্ড এবং অপর চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক স্বামীকে তিন দিনের রিমান্ড ও বাবা-মাসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (৩ এপ্রিল) হাসনা হেনা ঝিলিক (২৮) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টিএইচ/জেডএস