নাশকতার চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুর ও নান্দাইল থানায় দায়ের করা মামলায় বিএনপির ৪৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান।

পরে অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা ও ‍পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ১ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুর ও নান্দাইল থানায় এসব মামলা দায়ের করে। এসব মামলায় ফুলপুর উপজেলার বিএনপির ৩৪ জন, তারাকান্দা উপজেলার চারজন ও নান্দাইল উপজেলার ছয়জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এমএইচডি/কেএ