প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ থানার মাদক মামলায় নাছিফ ইকবাল ওরফে তপু নামে এক ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। 

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। পরে আদালত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৭ আগস্ট রাজধানীর শাহবাগ থানা এলাকায় ফুলবাড়িয়া এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি নাছিফ ইকবাল ওরফে তপুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এরপর শাহবাগ থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়। এরপর ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ চৌধুরী নয়জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৮ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় বিভিন্ন সময়ে মোট নয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

টিএইচ/এসএম