ফুলকোর্ট সভায় অবকাশকালীন ছুটি কমলো, এক জজের বরখাস্ত অনুমোদন
আগামী বছরের (২০২১ সাল) সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৪ দিন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফুলকোর্ট সভা। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চ মাসের অবকাশকালীন ছুটি চার দিন কমানো হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।
সভার সূত্রগুলো জানায়, সরকারি ছুটি বাদ দিয়ে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬৩ দিন। এর মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চ মাসের ছুটির মধ্যে ১৪, ১৫, ১৬ ও ১৮ মার্চ অবকাশকালীন ছুটি কমানো হয়েছে। এ দিনগুলোতে সুপ্রিম কোর্ট খোলা থাকবে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, ফুলকোর্ট সভা সিলেটের সহকারী জজ নিজামুল হকের সাময়িক বরখাস্ত অনুমোদন দিয়েছে। ফৌজদারি মামলা থাকার পরও তথ্য গোপন করে চাকরিতে যোগদান করার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এছাড়া ফুলকোর্ট সভায় কয়েকজন বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এমএইচডি/এসএম