দুর্নীতির মামলায় স্বাস্থ্যের আবজালের হাইকোর্টে জামিন আবেদন
দুর্নীতির আলাদা দুটি মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
বিজ্ঞাপন
এর আগে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতির আলাদা দুটি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনকে ১৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ।
আবজালকে ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। রিমাণ্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২০ সালের ২৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন আবজাল। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০১৯ সালের ২৭ জুন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৭৫ টাকা পাচারের অভিযোগ আনা হয়। আরেকটি মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা অর্থপাচারের অভিযোগ তোলা হয়। পাশাপাশি ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এমএইচডি/কেএ