বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সম্মতিক্রমে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বিচারপতি বোরহান উদ্দিনকে মনোনীত করা হয়েছে। 

এর আগে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ২০২২ সালের শুরু থেকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। গত ২৬ সেপ্টেম্বর তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। এ কারণে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

এমএইচডি/এসএম