রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলার রায় আজ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।

এর আগে ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন।

মামলাটিতে শিশু সামিউলের মা আয়েশা হুমায়রা এশা জামিনে ছিলেন। কিন্তু ২৩ নভেম্বর তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এশার ‘প্রেমিক’ শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ২৩ জুন শিশু সামিউল মায়ের ‘প্রেমিক’ শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে মা আয়েশা হুমায়রা এশার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় শিশু সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে ঢোকানো হয়। পরে সামিউলের লাশটি বস্তায় ঢুকিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।২৪ জুন নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা কে এ আজম বাদী হয়ে ওই দিনেই আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক কাজী শাহান হক ২০১২ সালের ২৫ অক্টোবর এশা ও বাক্কুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে  অভিযোগ গঠন করেন। মামলাটির বিচার চলাকালে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেন।

টিএইচ/এসএম