৪৪২ বোতল ফেনসিডিল রাখার দায়ে ট্রাকচালকের যাবজ্জীবন
চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় নজরুল ইসলাম মুন্সী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলমের আদালত এ রায় দেন। এদিন দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
পেশায় ট্রাকচালক নজরুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর থানার কাবিলপুর উত্তর পাড়ার মৃত গফুর মুন্সীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ এপ্রিল সীতাকুণ্ড থানার দক্ষিণ মহাদেবপুর সাব-প্লাস সিএনজি পাম্পের সামনে থেকে ট্রাকচালক নজরুল ইসলামকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চট্টগ্রাম র্যাবের তৎকালীন ডিএডি মো. ফজলুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে জানান, মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ১১ জন সাক্ষ্য দিয়েছেন। আদালতে আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমআর/এসএম