প্রধান বিচারপতিকে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা দিয়েছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মজিবুর রহমান, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এমএইচডি/এমএ