‘মেডিয়েশন ও ইচ্ছাশক্তি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এই কর্মশালা শুরু হবে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এ কর্মশালার আয়োজন করেছে।

সোমবার বিমস থেকে জানানো হয়, রাজধানীর পূর্বাণী হোটেলের বুড়িগঙ্গা কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। 

কর্মশালায় প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক গোল্ড মেডেলপ্রাপ্ত মেডিয়েটর, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। বিশেষ অতিথি থাকবেন নেপাল সুপ্রিম কোর্ট বারের সভাপতি সিনিয়ির অ্যাডভোকেট রবি শংকর ও বিমসের ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর বিজয় ভারতীয়া। 

এছাড়া কর্মশালায় স্বাগত বক্তব্য রাখবেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী। ৪৫ জন ডেলিগেট প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন।

এমএইচডি/এসএম