চট্টগ্রাম- ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছিলেন ব্যবসায়ী মো. ওসমান গনি। কিন্তু এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলও করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এ স্বতন্ত্র প্রার্থী। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আপিল শুনানিতেও মনোনয়ন ফিরে পাননি এ ব্যবসায়ী। নির্বাচন কমিশন তার প্রার্থিতা নামঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের মো. ওসমান গনি বলেন, নির্বাচন কমিশন ঠুনকো কারণে আমার প্রার্থিতা বাতিল করতে পারে না। এটা পক্ষপাত। আমি উচ্চ আদালতে যাবো।

চট্টগ্রাম-১০ ডবলমুরিং-পাহাড়তলি আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তাদের একজন স্বতন্ত্র প্রার্থী মো. ওসমান গনি। এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এ স্বতন্ত্র প্রার্থী বলেন, ৮৮৮৫ স্বাক্ষর নিয়েছি। কিন্তু জমা দেওয়ার সময় সিরিয়াল গরমিল ছিল। কিন্তু স্বাক্ষর ও সংখ্যা ঠিক ছিল। শুধু সিরিয়াল নাম্বার মেইনটেইন না করার অজুহাতে প্রার্থিতা বাতিল করা ন্যায়বিচার নয়। তারা অনুসন্ধান করতে পারতেন। তা করেননি।

আপিলেও কেন নামঞ্জুর হলো— জানতে চাইলে তিনি বলেন, এটা তো সামান্য ভুল। তদন্ত করলেই স্পষ্ট হতো। কিন্তু আপিলেও নির্বাচন কমিশন তা শোনেনি, খারিজ করেছে। আমার কাছে এটা পক্ষপাত মনে হচ্ছে, আমি উচ্চ আদালতে যাবো।

জেইউ/এমজে