বিএনপির নাসির উদ্দিন অসীমসহ ৮ আইনজীবীর জামিন
বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা ১৬ মামলায় দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমসহ আটজন আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাদের আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ ও সালেহ আকরাম সম্রাট।
অন্য আইনজীবীরা হলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আইনজীবী রুনা লায়লা, আইনজীবী আনোয়ার হোসেন প্রধান, রাকিবুর রহমান সাগর, মোহাম্মদ সারোয়ার হোসেন সাকিফ, মো. মাসুম খান রাজেশ ও মোহাম্মদ আলম খান।
বিজ্ঞাপন
আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এবং নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় করা ১৬টি মামলায় ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও অ্যাডভোকেট শাখাওয়াত হোসেনসহ আটজন আইনজীবী আদালতে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ১৮ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন।
এমএইচডি/কেএ