হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে দুপুরের মধ্যে আাদলতে তোলা হবে। এজন্য পুরান ঢাকার নিম্ন আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকা ঘিরে সাধরণ লোকজন চলাফেরা নজরদারি ও তল্লাশি করা হচ্ছে। আদালতে আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও কঠোর তল্লাশির আওতায় রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদপুর আব্দুল লতিফ ঢাকা পোস্টকে বলেন, মামুনুলকে দুপুরের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আদালতে হাজির করা হবে।
 
আদালত এলাকায় পুলিশরে এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, মামুনুল হককে আদালতে হাজির করা হবে, সে জন্য আশপাশের এলাকা এবং আদালতের চত্বরে সকাল থেকেই আমরা কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছি। মামুনুল হক আদালত হাজির করা থেকে শেষ পর্যন্ত এ সতর্কতা অব্যাহত থাকবে। 

আরও পড়ুন : মামুনুলের বিরুদ্ধে ১৭ মামলা, একটিতে ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

২০২০ সালের ৭ মার্চ মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় রোববার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় এক নাগরিক তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের বাসিন্দা জি এম আলমগীর শাহীন বাদী হয়ে মামলাটি করেছিলেন। মামলায় অভিযোগ ছিল, বেআইনি জনতাবদ্ধে এলোপাতাড়ি মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি, হুমকি দেওয়া, ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি ও প্ররোচনা। একই মামলায় মোবাইল, সাত হাজার টাকা, ২০০ ডলার এবং ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড চুরির অভিযোগও রয়েছে।

এদিকে গ্রেফতারের পর তাকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে প্রথমে তাকে মোহাম্মদপুর থানা ও পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

টিএইচ/এআর/এসএম