নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটের জন্য স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের নয় দিন আগে গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। তার প্রতীক ছিল ঈগল। পরে ওই দিনই ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে ইসি। গত ৪ জানুয়ারি এ আসনের নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।
বিজ্ঞাপন
আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা সম্পর্কে প্রয়াত আমিনুল ইসলামের নাতি। তিনি গত ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতায় পরদিন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিল করলে গত ২৪ জানুয়ারি সে আপিল খারিজ করে দেয় কমিশন। পরে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এই স্বতন্ত্র প্রার্থী।
কমিশনের আপিল খারিজের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রুল জারির পাশাপাশি আপিল খারিজের সিদ্ধান্ত স্থগিত করে মেহেদী মাহমুদ রেজাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।
এমএইচডি/কেএ