সংরক্ষিত আসনে এমপি হতে চান অ্যাডভোকেট তৌহিদা নাজনীন
অ্যাডভোকেট তৌহিদা আক্তার নাজনীন। সুপ্রিম কোর্টের আইনজীবী। স্বামী সাইফুল ইসলাম সরকারের যুগ্ম সচিব। বর্তমানে জার্মানির বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (কর্মাশিয়াল) হিসেবে কর্মরত আছেন। তার বাবা মো. ইদ্রিস আলী একজন বীর মুক্তিযোদ্ধা।
আওয়ামী পরিবারের সন্তান তৌহিদা কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে শাসসুননাহার হলে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুব মহিলা আওয়ামী লীগের সহকারী আইন সম্পাদক ছিলেন তিনি। জনসেবার মহান ব্রত নিয়ে জার্মানি ছেড়ে দেশে চলে আসেন। নারী অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখতে চান তিনি। এ লক্ষ্য সামনে রেখে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনবেন তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে অ্যাডভোকেট তৌহিদা আক্তার নাজনীন ঢাকা পোস্টকে বলেন, আমি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইব। আমার শিক্ষা, আমার অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিচয় যেন কাজে লাগাতে পারি। আমার বাবা মো. ইদ্রিস আলী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। আমার মা, ভাইসহ সবাই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমার শিক্ষা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে আমি সমাজের উপকার করতে চাই।
তিনি বলেন, আমাকে যদি সংরক্ষিত নারী আসনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত করেন তাহলে আমি দেশ ও সমাজের উপকার করতে পারব। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরো বেশি সমুজ্জ্বল করতে চাই। সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে পারলে আমি সংসদে নারীদের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখব। নারী শিক্ষা, নারী প্রগতি এবং নারীদের স্বকীয়তা এগুলোর ওপরে কাজ করতে চাই। চাকরিতে যেন নারীদের কোটা সঠিকভাবে প্রতিপালন করা হয় সে বিষয়েও ভূমিকা রাখব। নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখব।
বিজ্ঞাপন
এমএইচডি/জেডএস