আরএসআরএম’র চার মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৮৮ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় ধার্য তারিখে উপস্থিত না হওয়ায় রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম) চার মালিককে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আরএসআর’র চার মালিক হলেন, মিজানুর রহমান, মারজুনুর রহমান, মো. আলাউদ্দিন ও মাকসুদুর রহমান।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ‘ট্রাস্ট ব্যাংকের ১৮৮ কোটি ২৬ লাখ ৫৩ হাজার ৩০৭ টাকা ঋণ খেলাপি মামলায় আরএসআরএম —এর মালিকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু আজ (বৃহস্পতিবার) ধার্য তারিখে তারা আদালতে হাজির না থাকায় চার মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।’
তিনি আরও বলেন, ‘এর আগে গত বছরের ২৭ নভেম্বর আরএসআরএম এর মালিকের পক্ষে অসুস্থতা জনিত কারণে বিদেশ যাওয়া অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদন শুনানির ধার্য তারিখেও তারা আদলতে উপস্থিত ছিলেন না।’
এমআর/এসএম
বিজ্ঞাপন