অন্যের জমি বিক্রি চেষ্টা: গ্রেপ্তার ছয়জন রিমান্ডে
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ভুয়া কাগজপত্র তৈরি করে অন্যের জমি বিক্রি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ছয়জনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রিমান্ডের এ আদেশ দেন।
বিজ্ঞাপন
রিমান্ডপ্রাপ্তরা হলেন, মোতালেব শিকদার, পিয়ার হোসেন, নাসির হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রব নিরু ও গোলজার হোসেন।
রমনা থানায় হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা ছয়জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাংক চেক, তিনটি ১০০ টাকার স্ট্যাম্প, একটি ৫০ টাকার স্ট্যাম্প, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১০০ টাকার স্ট্যাম্প, তিনটি চুক্তিনামাসহ জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। তারা এই ভুয়া কাগজপত্র দিয়ে অন্যের জমি বিক্রির চেষ্টা করেন।
টিএইচ/এসআরএস