ফাইল ছবি

বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৪ মে তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে এ আদেশ দেন। গত ২৯ এপ্রিল হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

শনিবার (৪ মে) আদেশের লিখিত অনুলিপি ঢাকা পোস্টের হাতে এসেছে।

সম্প্রতি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল একটি টকশোতে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করেন। যা ইউটিউবে ছড়িয়ে পড়ে।

এমএইচডি/জেডএস